ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনের সংশোধনীর বিরোধিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনের সংশোধনীর বিরোধিতা

ঢাকা: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের সংশোধনীর বিরোধিতা করেছে জনঅধিকার ফাউন্ডেশন। এ আইনের কারণে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী গোষ্ঠীর ৫০০০ কোটি টাকা আর্থিক ক্ষতি হবে বলে দাবি করেছে সংগঠনটি।

শনিবার (১১ নভেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে জনতা অধিকার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাসদের কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রনেতা রাজেকুজ্জামান রতন। তিনি বলেন, এমন আইন করা উচিত যাতে গরিব-ধনী সবাই ব্যবসা করতে পারে। একতরফা ধনীদের জন্য আইন করা মোটে উচিত নয়। তাই সব কিছু বিবেচনা করেই আইন সংশোধনের দাবি জানাচ্ছি।

বিদ্যমান আইন শতভাগ বাস্তবায়ন না করে নতুন সংশোধনীর প্রস্তাবগুলো অযৌক্তিক এবং বাস্তবসম্মত নয় বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৪, নভেম্বর ১২, ২০২২
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।