ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাবতলীতে বাস থেকে ফেলে হত্যা: আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
গাবতলীতে বাস থেকে ফেলে হত্যা: আটক ২

ঢাকা: রাজধানীর গাবতলীতে অপর একটি বাসের স্টাফদের ধাক্কায় মতিন পরিবহনের টিকিট মাস্টার এখলাছ মারা যাওয়ার ঘটনায় ঢাকা টু পাবনা চলাচলকারী ‘মীম ঐশী’ নামের বাসটি জব্দসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।  

ঘটনার সময় বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে মীম ঐশী পরিবহনের স্টাফদের সঙ্গে চলন্ত অবস্থায় হাতাহাতি হয় এখলাছের।

পরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

বুধবার (৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন দারুসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।

তিনি জানান, ঢাকা টু পাবনা চলাচলকারী মীম ঐশী বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে টার্মিনাল সংলগ্ন সড়কে চলন্ত অবস্থায় এখলাছের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মীম ঐশী বাসের স্টাফরা ধাক্কা দিয়ে ফেলে দিলে তার মাথায় আঘাত লাগে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস জব্দসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, মিরপুর গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন রাস্তায় দুপুরের দিকে মতিন ট্রাভেলসের টিকিট মাস্টার এখলাছকে পাবনাগামী মীম ঐশী নামের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের স্টাফরা। এতে তিনি আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এজেডএস/এসএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।