ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৫ ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

৭ জনের দোষ স্বীকার

এস বাসু দাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
৭ জনের দোষ স্বীকার

বান্দরবান: বিডিআর বিদ্রোহের ঘটনায় বান্দরবান পার্বত্য জেলার নাই্যংছড়ির ১৫ রাইফেলস ব্যাটালিয়ানের ৩৫ জওয়ানেরর বিরুদ্ধে রোববার অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনকালে ব্যাটালিয়ানের ৭ জওয়ান তাদের দোষ স্বীকার করেন।



আদালতে দোষ স্বীকারকারী জওয়ানরা হলেন সিপাহী কাজী আমিনুর রহমান, সিপাহী আবুল বাশার, সিপাহী ফয়সাল দেওয়ান, সিপাহী কামরুজ্জামান, সিপাহী সহকারী লৎফুর রহমান, সিপাহী লতিফুর রহমান ও সিপাহী নাসিম উদ্দিন।

অভিযোগ গঠন শেষে বিকেল ৩টায় বিশেষ আদালত মূলতবি ঘোষণা করা হয়। আগামীকাল সোমবার সকাল ৯টায় আদালত ফের শুরু হবে।

এর আগে রোববার সকাল ১০টায় বান্দরবানের পার্শ্ববর্তী চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিডিআর বিদ্রোহের বিচারে স্থাপিত বিশেষ আদালত (চট্টগ্রাম-১৬)-এ ৩৫ জওয়ানের বিচারকাজ শুরু হয়।

বিশেষ আদালতের বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করেন কর্নেল মোঃ বশিরুল ইসলাম পিএসসি, তার সহযোগী হিসেবে ছিলেন ডেপুটি আ্যাটার্নি জেনারেল গৌতম কুমার রায়। এছাড়া বিচারক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন লে. কর্নেল মোঃ আব্দুর রউফ এবং মেজর এম এ রকিব। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ১৫ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোঃ শফিউল আজম।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ৩৫ আসামিকে রোববার সকালে বান্দরবান কারাগার থেকে বিশেষ আদালতে আনা হয়।

উলেখ্য, ১৯৭২-এর আর্টিকেল ১০-এ প্রদত্ত মতাবলে বাংলাদেশ রাইফেলসের বর্তমান মহাপরিচালক আরও ১০টি নতুন বিশেষ আদালত গঠন করেন। এর আগে বিশেষ আদালত (চট্রগ্রাম-৪)-এ নাই্যংছড়ি ১৫ রাইফেলসের অভিযুক্ত জওয়ানদের বিচারকাজ শুরু হলেও এখন নতুন করে গঠিত বিশেষ আদালত-১৬-এ এ বিচারকাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ