ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আফগানিস্তানের জন্য বাংলাদেশ থেকে সেনা চেয়েছে যুক্তরাষ্ট্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
আফগানিস্তানের জন্য বাংলাদেশ থেকে সেনা চেয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে বহুজাতিক কর্মসূচিতে সহায়তার জন্য বাংলাদেশ থেকে সেনাসদস্য পাঠানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও যুক্তরাষ্ট্রের আফগানিস্তান-পাকিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্রুকের মধ্যে বৈঠকে  যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।



বৈঠকে হোলব্রুক বলেন, ‘আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের মতো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। ’

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।     

এতে বলা হয়, ‘তিনি (হলব্রুক) সেনা সহায়তাসহ আফগানিস্তানে অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের যেকোনো ধরনের সহযোগিতা চেয়েছেন। ’

জবাবে দীপু মনি বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে হলব্রুককে আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।