ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মান্দায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত: ক্ষয়ক্ষতি ১৪ লাখ টাকা

কিউ.এম.সাঈদ টিটো, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় শনিবার দিবাগত রাতে একটি বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।



শনিবার রাত ১১টায় কসব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান জানান, ‘শনিবার দিবাগত রাত ১১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দ্বিজেন মার্কেটের আকবর আলীর দোকানে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পাশের ২টি দোকানে ছড়িয়ে পড়ে। ’

বাসষ্ট্যান্ডে থাকা বাসের লোকজন অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে গ্রামবাসীদের ডেকে তোলেন।

আগুনে ওয়াজেদ আলীর মুদি দোকানের ৬ লাখ টাকার, আকবর আলীর কসমেটিকসের দোকানের ৬ লাখ টাকার ও আব্দুল মান্নানের হার্ডওয়্যারের দোকানের ২ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এলাকাবাসীর ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসীর অভিযোগ, নওগাঁ ফায়ার সার্ভিসে বার বার জানানো হলেও তারা ঘটনাস্থলে আসেনি। এছাড়া স্থানীয় পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে বার বার জানানো সত্ত্বেও তারা বিদ্যুতের লাইন অফ করতে দেরি করে। ফলে ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।
এ ব্যাপারে নওগাঁ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার নূরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা নওগাঁ থেকে রওয়ানা দিয়ে ৪০ কিলোমিটার দূরের ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ফোনে জানানো হয় যে, আগুন নেভানো হয়েছে। তাই, আমরা পথিমধ্য থেকে ফিরে আসি।

মান্দা পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিয়ার আব্দুল কাফি জানান, তারা খবর পেয়েছেন রাত ১১টা ৩৮ মিনিটে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেন এর ২ মিনিট পর।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad