ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রুনাইয়ে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
ব্রুনাইয়ে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত ব্রুনাইয়ে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত

ঢাকা: ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ হাইকমিশনে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে। এ বিশেষ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা।

সোমবার (৭ নভেম্বর) ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

জাতীয় সংবিধান দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর বক্তব্য দিতে গিয়ে হাইকমিশনার উল্লেখ করেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম অবদান যেমন অনস্বীকার্য, ঠিক তেমনি তারই নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত ও সদ্য স্বাধীন বাংলাদেশ নামক দেশটির পুনর্গঠন-পরিচালনার জন্য সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধান অনুসরণ করে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার কর্তৃক ৪ নভেম্বরকে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা এবং গণমানুষের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য এ দিবসটির গুরুত্ব অপরিসীম।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।