ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পরিবেশ দূষণের উপর কর বসাতে যাচ্ছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
পরিবেশ দূষণের উপর কর বসাতে যাচ্ছে সরকার

ঢাকা: পরিবেশের দূষণ কমাতে এবার কর বসাতে যাচ্ছে সরকার।

রোববার রাজধানীতে একটি সেমিনারে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী  ড. হাছান মাহমুদের দেওয়া বক্তৃতায় এমন ইঙ্গিত পাওয়া গেছে।



তিনি বলেছেন, ‘পরিবেশ দূষণকারীদের উপর করা বসাতে হবে। যে যত বেশি দূষণ করবে সে তত বেশি কর দেবে। ’

‘সংসদের চলতি অধিবেশনে হয়তো সম্ভব হবে না’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আগামী যেকোনো অধিবেশনে বিষয়টি সংসদে উত্থাপন করা হবে। ’

জাতীয় প্রেসকাবে এনজিও ফোরাম, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) ও তেরে-ডেস হোমের যৌথ উদ্যোগে ‘কাইমেট চেঞ্জ: ইমপেক্ট অন ওয়াটস্যান অ্যান্ড ইটস অ্যডাপটেশন’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। কিন্তু বিশ্বে বাংলাদেশই প্রথম দেশ যারা ঝুঁকি মোকাবেলায় অ্যাকশন প্ল্যান (কর্ম পরিকল্পনা) তৈরি করেছে। ’

তিনি জানান, এজন্য নিজস্ব অর্থায়নে বিগত বাজেটে ৭০০ কোটি রাখা হয়েছিল ও এবারও তা-ই বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বহুজাতিক কোম্পানি থেকে আসছে আরও ১১ কোটি টাকা।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমুদ্রগর্ভ থেকে ৬০০ বর্গকিলোমিটার ভূমি উদ্ধারের পরিকল্পনা করেছে সরকার। ’

এজন্য প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হয়েছে বলে তিনি জানান।

বিসিএএসের নির্বাহী পরিচালক ড. আতিক রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অন্যদের মধ্যে তেরে-ডেস হোমের বাংলাদেশ প্রতিনিধি মাহমুদুল কবির, বিশ্বব্যাংকের প্রতিনিধি মার্ক ইলারি, ওয়াটার এইড বাংলাদেশের মো. খাইরুল ইসলামসহ আরও অনেকে আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।