ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নানির ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বউ আনলেন নেত্রকোনার সালমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
নানির ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বউ আনলেন নেত্রকোনার সালমান

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার নানির ইচ্ছা পূরণ করতে হাতির পিঠে চড়ে বউ আনলেন নাতী সালমান শাহ (২৪)।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে মদন দক্ষিণপাড়া গ্রাম থেকে যাত্রা শুরু করেন তিনি।

এ সময় হাতির পিঠে চড়ে বর যাত্রা দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

বর সালমান শাহ উপজেলার মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত ছদরুল ইসলাম তালুকদারের ছেলে।

জানা যায়, সালমানের সঙ্গে একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের মৃত আব্দুল গনি (বেচু) মিয়ার মেয়ে মুক্তামনির বিয়ে ঠিক হয়। বরের নানি জবেদা আক্তার হাতির পিঠে চড়িয়ে নাতীর বউ আনবে এ ইচ্ছা পোষণ করলে কনের পরিবার তাতে সম্মতি দেয়। এরই পরিপ্রেক্ষিতে ২০ হাজার টাকার বিনিময়ে হাতি ভাড়া করে বউ আনতে যাওয়া হয়। এ দৃশ্য দেখতে উৎসুক জনতা পুরো রাস্তা জুড়ে ভিড় জমান।

বরের চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তালুকদার বলেন, আমার বড় ভাইয়ের শাশুড়ির কথা রাখতে গিয়ে আমার ভাতিজা হাতি দিয়ে বউ এনেছেন। আর আমরা বর যাত্রী নিয়ে অন্য গাড়ি করে কনের বাড়িতে যাই।

নানী জবেদা আক্তার জানান, আমার তিন মেয়ের কোনো ছেলে সন্তান নেই। সালমান জন্ম হওয়ার সময় তাকে কোলে নিয়ে বলেছিলাম, বড় হয়ে তাকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করতে নিয়ে যাবো। এতো দিনে আমার আশা পূরণ হয়েছে। আমি খুব খুশি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।