ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
কুমিল্লায় গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লায় গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার (২৯ অক্টোবর) জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- দাউদকান্দির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মুসা (৩০) ও বরিশালের জুয়েল (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের আলাউদ্দিনের বাড়ি থেকে দুটি গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জুয়েল ও মুসা। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে গণপিটুনি দেয়। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, নিহত মুসার বিরুদ্ধে চুরিসহ সাতটি মামলা ছিল। জুয়েলের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি। যেহেতু এটি গণপিটুনির ঘটনা, সেহেতু এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।