ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বংশী নদীর তীরে ৪ একর খাস জমি দখলমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
বংশী নদীর তীরে ৪ একর খাস জমি দখলমুক্ত

সাভার (ঢাকা): সাভারে বংশী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় চার একর খাস জমি দখলমুক্ত করেছে ঢাকা জেলা প্রশাসন।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত এই জমি দখলমুক্ত করতে নামাবাজার এলাকায় অভিযান চালানো হয়।

 

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নের্তৃত্বে জেলার পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে অংশ নেন।

এসময় দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা জেলা পুলিশের শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনা বলতে যা বোঝা সব গুলোই উচ্ছেদ করা হবে। উচ্ছেদ একটি নিয়মিত প্রক্রিয়া।   অবৈধভাবে খাস জমি দখল হওয়ার খবর পাওয়া মাত্রই আমরা নির্ধারিত আইনি প্রক্রিয়া অবলম্বন করে এটা করে থাকি।  আমরা ধারণা করছি, চার একরের বেশি জমি দখলমুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪০ঘণ্টা, ২৮ অক্টোবর ২০২২
এসএফ/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।