ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাগর উত্তাল : উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১০

চট্টগ্রাম : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আজ শনিবারও সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া দপ্তর দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে।



আজ শনিবারও বন্দরের মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি প্রতিনিধি জানান, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরসহ কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নং সতর্ক সংকেত বলবৎ আছে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া দপ্তর।

বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ সারা দেশে শনিবার সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, সাগরে লঘুচাপের সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার উপকূলীয় এলাকায় আরও ৩ দিন বর্ষণ অব্যাহত থাকতে পারে।

এদিকে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস শুক্রবার দুপুর দেড়টা থেকে বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস স্বাভাবিক আছে।

আবহাওয়া খারাপ থাকায় গতকাল শুক্রবার থেকে প্রায় আট শ’ লাইটারেজ জাহাজের চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১০০ ঘণ্টা, জুন ২, ২০১০
প্রতিনিধি/এজে/একে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।