ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: ২৯ জওয়ানের দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জুন ২৫, ২০১০

ঢাকা: বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল্স ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রক্রিয়া আজ শনিবার শেষ হয়েছে। আজ ২৯ জন দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।



আগামী চার সেপ্টেম্বর আবারও আদালত বসবে।

সকাল নয়টায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে আদালতের কার্যক্রম শুরু হয়।

পিলখানার দরবার হলে স্থাপিত আদালতে উপস্থিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি প্রতিনিধি জানান, দুপুর ১টার পর্যন্ত মোট ৬৬৭ আসামির মধ্যে ২৯ জন দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থণা করেন। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। ১ নং আসামি সুবেদার গোফরান মল্লিকও নিজেকে নির্দোষ দাবি করেন।

আদালত স্বেচ্ছায় দোষ স্বীকার করে আসামিদের ক্ষমা প্রার্থনার আজই ছিল শেষ দিন।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১০
এমজেড/একে/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad