ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেলা পরিষদ নির্বাচন

দিনাজপুরে আ.লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হলেন জাপা নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
দিনাজপুরে আ.লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হলেন জাপা নেতা

দিনাজপুর: জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দিনাজপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর চেয়ে সহস্রাধিক ভোট বেশি পান তিনি।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক নির্বাচনের ফলাফলের এ তথ্য নিশ্চিত করেছেন।

এই নির্বাচনে আনারস প্রতীকে এক হাজার ১৬২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলহাজ্ব দেলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট এবং আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২৬ ভোট।

জেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের এক হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।