ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনের গার্ড আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনের গার্ড আহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পাথরে নাসিরাবাদ ট্রেনের গার্ড মনোয়ার হোসেন আহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনে ঘটে এ ঘটনা।

জানা গেছে, বুধবার রাত ৮টায় চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন সংলগ্ন কৈতরা রেল গেট এলাকায় আসলে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ শুরু করে। ট্রেনটি লোকাল হওয়ায় অন্যান্য ট্রেনের মতো এর ভেতরে তেমন লাইটিং ব্যবস্থা নেই। এ কারণে কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তদের ছোড়া পাথরে আহত হন গার্ড মনোয়ার হোসেন।

গুণবতী রেলওয়ের স্টেশন মাস্টার শাহাবুদ্দিন জানান, রাত ৮টায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনটি গুণবতী রেলস্টেশন এলাকায় কৈতরা রেল গেটে আসলে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের গার্ড মনোয়ারের মাথায় পাথর লেগে মাথা ফেটে যায়। তাকে গুণবতী বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কন্ট্রোল রুমকে জানিয়ে রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি ছেড়ে চলে যায়।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।