ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত সংগৃহীত ছবি

সৌদি আরবে আছির প্রদেশ মাখাইলে সড়ক দুর্ঘটনায় আলম (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১১ অক্টোবর) সৌদি আরবের মাখাইল আল বিরিক নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রবাসী মোহাম্মদ আলম (৪৫) এর বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ভূমিরখীল গ্রামে। তার বাবার নাম আলী আহমেদ বলে জানা গেছে।

মাখাইল থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে এক প্রবাসী জানান, আলম প্রবাসে আবহার মাহেল সানাইয়া এলাকায় কাজ করতেন। মঙ্গলবার (১১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সৌদি আরবের আল বিরিক নামক স্থানে এক সৌদি নাগরিকের ঘরের পরিমাপ করতে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান আলম।  

তার মরদেহ সৌদি আরবের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।  

 ২০০৮ সালে সৌদি আরবে গিয়েছিলেন আলম। দেশে আলমের স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে।  

মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।