ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় নলছিটিতে ২ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় নলছিটিতে ২ জেলের কারাদণ্ড

ঝালকাঠি: নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকার করায় দুই জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত জেলেরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে শোয়েব হাওলাদার (২৭) ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার (২৬)।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় 
নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মঙ্গলবার উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সুগন্ধা ও বিষখালী নদীতে যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।  

এ বিষয়ে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ নজরুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। এজন্য আমরা নিরবচ্ছিন্নভাবে সুগন্ধা এবং বিষখালী নদীতে অভিযান চালাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্যকারী কোনো জেলেকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।