ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডোমারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
ডোমারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ঢাকা থেকে নিউ জলপাইগুড়িগামী আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নবীবক্স নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর ৬টায় ডোমার রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে আউটার সিগন্যালের মধ্যে এ ঘটনা ঘটে।

নবীবক্স জেলার সৈয়দপুরের খাতামধুপুরের খালিশা বেলপুকুর পাশাড়িপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে। তিনি বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দিনে নবী বিভিন্ন জায়গায় কাজ করতেন এবং রাতে ডোমার রেলস্টেশনে ঘুমাতেন। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে নিউ জলপাইগুড়িগামী মিতালী এক্সপ্রেস ট্রেন চলে এলে তাতে টাকা পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।