ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশে কোনো আরসা নেই: পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
বাংলাদেশে কোনো আরসা নেই: পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে কোনো আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) নেই। আমরা এই ধরনের লোকদের আশ্রয় দেই না।

সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মিয়ানমার সীমান্তের ঘটনার বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, মিয়ানমার সীমান্তের পরিস্থিতি চীনা রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। আমাদের বিশ্বাস তারা বেইজিংয়ে জানিয়েছে।

তিনি বলেন, মিয়ানমার সীমান্তের পরিস্থিতি জটিল। সেখানে বহু ধরনের অপরেটরস আছে। তবে বাংলাদেশে কোনো আরসা নেই। আমরা এই ধরনের লোকদের কোনো আশ্রয় দেই না।

আরেক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা প্রতিনিয়ত সীমান্তের বিষয় নিয়ে নেপিদোয় আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হচ্ছে।

আরও পড়ুন:
সীমান্তের ঘটনা ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।