ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
পঞ্চগড়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় খালের পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রদীপ একই এলাকার মহেশ চন্দ্র বর্মনের ছেলে।  

রাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি বলেন, দুপুরের খাওয়া শেষে বিকেলে হালকা বৃষ্টির মাঝে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যান প্রদীপ। মাছ ধরার একপর্যায়ে প্রচণ্ড জোরে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় থানায় জিডি মূলে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।