ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ছাতকে পুলিশ অ্যাসল্ট মামলা, আসামি দেড় হাজার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
ছাতকে পুলিশ অ্যাসল্ট মামলা, আসামি দেড় হাজার 

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে দুই পাড়ায় দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এই ঘটনায় বুধবার থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা দেড় হাজার আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন।

 

পুলিশ অ্যাসল্ট মামলা দায়েরের পর থেকে জাউয়াবাজার ইউনিয়নের কোনাপাড়া ও পূর্বহাটি গ্রামে চলছে সুনাসান নিরবতা।

তবে এ মামলায় এখনও কোনো আসামি গ্রেফতার করা যায়নি।


গ্রেফতার আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আত্মগোপনে রয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতে জাউয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্র জুনেদ আহমদ ও মাহতাব আহমেদের অনুসারীদের পক্ষ নিয়ে বাজারে প্রায় দু’ঘণ্টাব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় থানার পুলিশের সাত সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত ১৫জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, মামলার তদন্তের পাশাপাশি আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।