ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় মাদকাসক্ত যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, অক্টোবর ৬, ২০২২
ফতুল্লায় মাদকাসক্ত যুবক খুন প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমন মিয়া নামে এক মাদকাসক্ত যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে ফতুল্লার হাজিগঞ্জ মুলিবাশ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ইমন (২২) হাজিগঞ্জ মুলিবাশ এলাকার ইব্রাহীম হোসেন ইবু মিয়ার ছেলে।

নিহতের বাবা ইবু জানান, ইমন মাদকাসক্ত। স্থানীয় কিছু মাদকাসক্তদের সঙ্গে চলা ফেরা করতো। তাকে মাদকমুক্ত করতে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু মাদক ছাড়েনি।

ইবু মিয়ার ধারণা, মাদক নিয়ে বিরোধের জের ধরে অন্যান্য মাদকাসক্তরাই ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) কাজী মাসুদ রানা জানান, ধারণা করা হচ্ছে মাদক নিয়েই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় হত্যাকাণ্ডটি হতে পারে। তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এমআরপি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।