ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বাবার কাছে যাওয়ার সময় বাসচাপায় পা হারালো শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, অক্টোবর ৪, ২০২২
বাবার কাছে যাওয়ার সময় বাসচাপায় পা হারালো শিশু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বাসের চাপায় মিনহাজ (৬) নামের এক শিশুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

মিনহাজ কালিহাতী উপজেলার সওদাঘরপাড়া গ্রামের জসিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিনহাজের বাবা জসিম মিয়া স্থানীয় হামিদপুর বাজারে ফেরি করে খেলনা মালামাল বিক্রি করেন। আজ বিকেলে মিনহাজ তার বাবার কাছে হামিদপুর বাজারে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৩৬৫৬) তাকে চাপা দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় স্থানীয় ব্যাবসায়ীরা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।