ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫ ঘণ্টা পর ঢাকা-না.গঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
৫ ঘণ্টা পর ঢাকা-না.গঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু 

নারায়ণগঞ্জ: ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী দল এসে বগিটি উদ্ধারে কাজ করেন। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।

নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, হঠাৎ করে দুপুর ১২টায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন আমাদের যাত্রীরা। আমাদের দুপুর ১২টার পরের সবগুলো ট্রেনের সিডিউল মিস হয়েছে।

বিকেল তিনি জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে গেছে। এখন সব স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad