ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রমনা কালীমন্দিরে দর্শনার্থীর মোবাইল ছিনতাই, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
রমনা কালীমন্দিরে দর্শনার্থীর মোবাইল ছিনতাই, আটক ১

ঢাকা: রাজধানীর শাহবাগ থানাধীন রমনা কালীমন্দিরে পূজায় আসা এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে দৌঁড়ে পালানোর সময় মো. শামীম (২০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (০৪ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে রমনা কালীমন্দিরে এ ঘটনা ঘটে।

 

র‌্যা-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি জানান, ছিনতাইকারী শামীম শরীয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্ণনগর এলাকার মৃত ইউনুছ আলী আকনের ছেলে। আটকের পর তাকে তল্ল্শি করে ১টি ছিনতাইকৃত মোবাইলফোন, ১টি চাকু, নগদ পাকিস্থানি ৫০০ রুপি এবং ৬০০ টাকা উদ্ধার করা হয়।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জানায়, পূজা শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে ছিনতাই করার উদ্দেশ্যে সে বিভিন্ন পূজামন্ডপে ঘুরাঘুরি করে আসছিলো। পরে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার বিষয়টি সে স্বীকার করেছে৷ 

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি৷ 

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এসজেএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।