ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক নিরীক্ষকের নামে দুর্নীতির মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
সাবেক নিরীক্ষকের নামে দুর্নীতির মামলা

ঢাকা: জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর জেলা হিসাব রক্ষণ অফিসের সাবেক নিরীক্ষক (অডিটর) আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আসামি আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিন তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩৯ লাখ ১৫ হাজার ৬৮৮ টাকার সম্পদের তথ্য প্রদর্শন না করে গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। সেই সঙ্গে অবৈধ উৎস থেকে মোট ৪১ লাখ ২৫ হাজার ৯২১ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬(২) ও  ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে দুদক ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বাদী হয়ে সোমবার দুদক, সজেকা, ফরিদপুরে একটি মামলা করেছেন।

সূত্র আরও জানিয়েছে, তদন্তকালে মামলার অপরাধের সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাও আইনামলে আনা হবে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।