ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ তিন চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, অক্টোবর ৩, ২০২২
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ তিন চোর আটক

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া তামার তারসহ তিন চোরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (০৩ অক্টোবর) রামপাল থানাধীন তমা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ১৫৫ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। এছাড়া চোরদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকাও জব্দ করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন- রামপাল উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মো. মনিরুজ্জামান ওরফে জামাল শেখ (৫৮), আদাঘাট এলাকার মো. ফরিদ শেখ (৪৫) ও আল-আমিন শেখ(২৪)। তাদের নামে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তামার তারসহ তিন চোরকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ  সময়:   ১৯২৫ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।