ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্ব বসতি দিবসে কক্সবাজারে নানা আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
বিশ্ব বসতি দিবসে কক্সবাজারে নানা আয়োজন

কক্সবাজার: ‌‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে উদযাপন করা হয়েছে বিশ্ব বসতি দিবস।  

এ উপলক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও সেমিনার।

 

সোমবার (৩ অক্টোবর) কউক ভবন থেকে র‌্যালিটি বের হয়ে হোটেল মোটেল জোন প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

 র‌্যালিতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কউক সদস্য প্রকৌশল লে কর্ণেল খিজির খান উপস্থিত ছিলেন। পরে কউক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক।  

কউক চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মুজিবুর রহমান, কউক সচিব আবু জাফর রাশেদ, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী বক্তব্য দেন।  

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

সেমিনারে আবাসনসহ বিভিন্ন অবকাঠামো মাষ্টারপ্ল্যান অনুযায়ী নির্মাণের গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।