ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনায় ট্রলির ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
খুলনায় ট্রলির ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় বেপরোয়া ইটবোঝাই ট্রলির ধাক্কায় চাঁদপুর কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

রোববার (২ অক্টোবর) দুপুর ১২টায় রূপসা উপজেলার আলাইপুর সেতুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে রূপসা উপজেলার দিকে যাচ্ছিলেন। আলাইপুর সেতুর বাইপাস সড়কে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই রফিকুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রলি জব্দ করাসহ চালক ইয়াদুল মল্লিককে (২০) গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এমআরএম/এএটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।