ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভোলার রাজাপুরে ২ কি.মি. বাঁধ নির্মাণের ঘোষণা দিলেন তোফায়েল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
ভোলার রাজাপুরে ২ কি.মি. বাঁধ নির্মাণের ঘোষণা দিলেন তোফায়েল 

ভোলা: ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে দুই কিলোমিটার দীর্ঘ বিকল্প বাঁধ ও সিসি ব্লক স্থাপনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।  

তিনি বলেন, খুব শিগগির এ বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।

তখন আর মানুষকে কষ্ট পেতে হবে না।

তোফায়েল আহমদের এমন ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন করেন উপকূলবাসী।

শনিবার (১ অক্টোবর) বিকেলে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামগুলো শহরে পরিণত হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম। তোফায়েল আহমেদ তার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও জনসভা করেছেন। শনিবার জনতা বাজার ও তুলাতলীতে পথসভায় বক্তব্য রাখেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।