ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, অক্টোবর ১, ২০২২
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বরগুনা: বরগুনার বামনা সদর ইউনিয়নের পোটকাখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহারাজ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

শনিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত। মহারাজ ওই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। সে স্থানীয় সারোয়ারজান সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।  

জানা গেছে, সকালে বাড়ির পাশের নিজেদের গাছে নারিকেল পাড়তে উঠে মহারাজ। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের খোলা তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকে।  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় অভিযোগকেন্দ্রে খবর দেওয়া হলে তারা বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন মহারাজকে উদ্ধার করে বামনা উপজেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বামনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বশিরুল আলম বাংলানিউজকে বলেন, নিহত স্কুলছাত্রের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ