ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নাটোরে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
নাটোরে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

নাটোর: বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণা, সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১ অক্টোবর) বেলা সোয়া ১১ টার সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সবুর তালুকদার, সাধারণ সম্পাদক নবী হোসেন ও সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনসহ অন্যান্যরা। মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কয়েকশ কর্মচারী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর, ০১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।