ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

হাসপাতালের বাইরে আসতেই সন্তান প্রসব রোগীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
হাসপাতালের বাইরে আসতেই সন্তান প্রসব রোগীর

গাইবান্ধা: ডায়রিয়া আক্রান্ত ছিলেন অন্তঃস্বত্ত্বা নসিমন বেগম (২০)। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন গাইবান্ধা সদর হাসপাতালে।

ব্যক্তিগত কাজে হাসপাতাল থেকে বাইরে যাওয়ার পর প্রসব বেদনা ওঠে। সেখানেই ফুটফুটে একটি ছেলে সন্তান প্রসব করেন এই নারী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতাল চত্ত্বরে এ ঘটনা ঘটে।

নসিমন বেগম জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের রহমতপুর জাদুপাড়া এলাকার হাকিম মিয়ার স্ত্রী।

প্রসূতির স্বামী হাকিম মিয়া বলেন, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় দুদিন আগে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে ব্যক্তিগত কাজে হাসপাতাল থেকে বের হন তার স্ত্রী। গেইট না পেরুতেই তার তীব্র প্রসব বেদনা ওঠে। পুনরায় হাসপাতালে নেওয়ার আগেই তিনি সন্তান প্রসব করেন।

গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. হাবিব সন্তান প্রসবের বিষয়টি নিশ্চিত করে জানান, রোগী কাউকে না জানিয়েই 
হাসপাতালের বাইরে গিয়েছিলেন। এসময় এ ঘটনা ঘটে। বর্তমানে নবজাতক সুস্থ থাকলেও প্রসূতি মা কিছুটা অসুস্থ হওয়ায় পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।