ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফার্নিচার কারখানায় খড়ি কুড়াতে যাওয়াই কাল হলো রশিদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
ফার্নিচার কারখানায় খড়ি কুড়াতে যাওয়াই কাল হলো রশিদার

মেহেরপুর: বাড়ির পাশে ফার্নিচারের কারখানাতে খড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃটে রশিদা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘটে এ দুর্ঘটনা।

নিহত রশিদা খাতুন মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিন আলী মোহাম্মদের স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই নারী ভোরের দিকে বাড়ির পাশে মামুনের ফার্নিচারের কারখানাতে খড়ি কুড়াতে যান। কাঠের ডিজাইন কাটা মেশিনের পাশে থেকে খড়ি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মুসুল্লিরা নামাজ পড়ে আসার পথে রশিদা খাতুনের মরদেহটি দেখতে পান। এর পর পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।