ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে সাফ জয়ী ৮ নারী ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
ময়মনসিংহে সাফ জয়ী ৮ নারী ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা

ময়মনসিংহ: ময়মনসিংহে সাফ জয়ী আট নারী ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট ও নগদ তিন লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এছাড়া বিভাগীয় কমিশার মো. শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, ফুটবল টিমের ম্যানেজার মালা রানী সরকার প্রমুখ।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহে আসেন ফুটবল কন্যারা। এ সময় তাদের সংবর্ধনা দিতে শত শত মানুষ সেখানে উপস্থিত হন। সাফ জয়ী কলসিন্দুরের আট নারী ফুলটবলাকে ছাঁদ খোলা একটি পিকআপে করে ময়মনসিংহ শহর প্রদিক্ষণের পরে সার্কিট হাউজে নেওয়া হয়। এ নিয়ে শহরে উৎসবের আমেজ বিরাজ করছে।

সংবর্ধিতরা হলেন- সানজিদা আক্তার, মারিয়া মাণ্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার ও মার্জিয়া আক্তার। তবে এদের মাধ্যে ছয়জন নেপালের বিরুদ্ধে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।