ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অনুমোদন পেল আরো ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, মার্চ ১৩, ২০১২
অনুমোদন পেল আরো ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়

ঢাকা:  ৮টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকায় দু’টি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয়া হয়েছে।



মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ কয়টি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দঁাড়াল ৬৪টিতে।

তবে অনুমোদনপ্রাপ্ত এ সব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই উদ্যোক্তা ক্ষমতাসীন আওয়ামী লীগের বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী বাংলানিউজকে মোবাইল ফোনে বলেন,  নতুন করে ৮টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুসারে এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় পরিচালনার `সাময়িক অনুমোদন` পেয়েছেন। ৫ বছরের মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পর তারা সরকার থেকে `স্থায়ী সনদ` লাভ করবেন।

নতুন করে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয়, ঢাকায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (উদ্যোক্তা-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর), সিলেটে নর্থইস্ট বিশ্ববিদ্যালয় (উদ্যোক্তা -স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ), রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়(উদ্যোক্তা -রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক সাইদুর রহমানের ছেলে হাফিজুর রহমান খান) এবং চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (উদ্যোক্তা-স্থানীয় আওয়ামী লীগ নেতা সোলায়মান হক জোয়ারদার), কিশোরগঞ্জের  ঈশাখাঁ বিশ্ববিদ্যালয় (উদ্যোক্তা- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য) এবং শরীয়তপুরে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা  জানান, ৯৪টি আবেদনের ভিত্তিতে এক বছর ধরে সরেজমিন পরিদর্শন, যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার পর বর্তমান সরকারের আমলে প্রথমবারের মতো এ আটটি প্রতিষ্ঠানকে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ০৬০০ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।