ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনার একক দূরদর্শিতায় রেলওয়ের সব উন্নয়ন হয়

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
শেখ হাসিনার একক দূরদর্শিতায় রেলওয়ের সব উন্নয়ন হয়

পাবনা (ঈশ্বরদী): বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার একক দূরদর্শিতায় রেলওয়ের সব উন্নয়ন হয়।  

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে দফতরের ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয়ে বাংলানিউজকে এ কথা বলেন।

 

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর আরও বলেন, দেশকে নিয়ে দূরদর্শী যে ভাবনা, তা শুধুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর রেলওয়েতে বড় বড় দৃশ্যমান প্রকল্পের কাজগুলো একমাত্র শেখ হাসিনার স্বপ্ন। যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতুসহ যত উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সবই শেখ হাসিনার স্বপ্ন, রেলপথ মন্ত্রণালয় শুধু এসব বাস্তবায়ন করছে।  


বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এসে নামেন সচিব।

পরে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয়ে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী, রেলওয়ের ট্রেন পরিচালক (গার্ড), ট্রেনের লোকোমাস্টারদের (চালক) সঙ্গে কয়েক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।  

এসময় উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, প্রধান যান্ত্রিক প্রকৌশলী কুদরত-ই-খুদা, পাকশী বিভাগীয় ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, বিভাগীয় প্রকৌশলী-১ নাজিব কাওছার, প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আবু তৌহিদ সুমন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, আশিষ কুমার মণ্ডল, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মোর্শেদ আলমসহ অনেকে।

পরে সন্ধ্যায় ঈশ্বরদী শহরে লোকোমোটিভ ডিজেল কারখানা পরিদর্শন করেন রেলসচিব। সেখানে কর্মরত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে সড়কপথে রাজশাহীর যাবেন সচিব।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।