ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকেটে ট্রেন ভ্রমনের দায়ে ফেনীতে ২৬ জনের জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
বিনা টিকেটে ট্রেন ভ্রমনের দায়ে ফেনীতে ২৬ জনের জরিমানা 

ফেনী: বিনা টিকেটে রেলভ্রমণ, টিকেট কালোবাজাররোধ, রেল স্টেশন ও রেলগাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা, রেলগাড়িতে নিরাপত্তা, পাথর নিক্ষেপ প্রতিরোধসহ নানান সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জিএমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়৷ 

অভিযানে ফেনী স্টেশন হয়ে চলাচল করা তিনটি ট্রেনের যাত্রীদের মধ্যে ২৬ জনকে বিনা টিকেটে ভ্রমণের দায়ে আটক করা হয়।

 

পরে মোবাইল কোর্টের মাধ্যম রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী এবং বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল করিমের নেতৃত্বে  পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এসব যাত্রীর কাছ থেকে আইন অনুযায়ী ভাড়া আদায় ও বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৯ হাজার ৬৭৫ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, চীফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর ও ফেনীর স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদসহ রেলের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২ 
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ