ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপে বজ্রপাতে জিল্লাল হোসেন (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জেলে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাট বালুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেছ এলাকার চরজগবন্ধু গ্রামে আবদুল খালেকের ছেলে। আহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরা শেষে চেয়ারম্যান ঘাটে আসেন জেলে জিল্লাল হোসেন। দুপুর আড়াইটার দিকে ঘাটে মাছ নামিয়ে পার্শ্ববর্তী বালুর মাঠ হয়ে ট্রলারে যাচ্ছিল তিন জেলে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বাংলানিউজকে জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad