ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

শান্তিনগরে ইয়াবাসহ গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, সেপ্টেম্বর ২৭, ২০২২
শান্তিনগরে ইয়াবাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ইয়াবাসহ  মো. লুৎফর রহমান নামে একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

 

পল্টন মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, সংবাদে জানা যায় সোমবার শান্তিনগর এলাকায় একজন মাদক বিক্রেতা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ লুৎফরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি। তার নামে পল্টন মডেল থানায়  আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।