ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে শহিদুল হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, সেপ্টেম্বর ২৭, ২০২২
মানিকগঞ্জে শহিদুল হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন গ্রেফতার

ঢাকা: মানিকগঞ্জের সাটুরিয়া থানার শহিদুল ইসলামকে নৃশংসভাবে গলা কেটে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিন আলমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জের ঘিওর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এদিন রাতে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।