ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
চাঁদপুরে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর: চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় ৩টি যাত্রীবাহি ইজিবাইক থেকে ২৫ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৬ সেপ্টেম্বর) কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক ৯ কোটি ৩ লাখ টাকা। নৌ-পথের নিরাপত্তাসহ অবৈধ ও পাচার কার্যক্রম বন্ধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তীতে জব্দ করা কারেন্ট জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডারের উপস্থিতিতে আগুনে পোড়ানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন- চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।