ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পুকুরে খেলনা তুলতে যাওয়াই কাল হলো তামিমের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
পুকুরে খেলনা তুলতে যাওয়াই কাল হলো তামিমের

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে তামিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিলভরট গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত তামিম ওই গ্রামের এরশাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু তামিম বাড়ির উঠানে খেলছিল। ওই সময় তার একটি খেলনা পুকুরের পানিতে পড়ে যায়। সেটি আনতে গিয়ে তামিমও পানিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাড়িতে খেলার সময় শিশু তামিমের একটি খেলনা পানিতে পড়ে যায়। সেটি তুলে গিয়ে পুকুরের পানিতে ডুবে তার মুত্যু হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।