ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেনে কাটা পড়লেন মীর, কানে ছিল ফোন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
ট্রেনে কাটা পড়লেন মীর, কানে ছিল ফোন

নওগাঁ: নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাণীনগর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর হোসেন উপজেলার সীমবা গ্রামের বাসিন্দা।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বাংলানিউজকে জানান, দুপুরে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় মীর হোসেন মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।