ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নৌকা ডুবে মৃতদের পরিচয় শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
নৌকা ডুবে মৃতদের পরিচয় শনাক্ত

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় মহালয়া পূজা উপলক্ষে নদী পাড় হয়ে পূজো দিতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে নিহতদের পরিচয় শনাক্ত করেছে প্রশাসন।

রোববার (২৫ সেপ্টম্বের) দুপুর আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকায় চড়ে নদী পাড়াপার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের হেমন্ত কুমারের মেয়ে শ্যামলী রানী (১৪), দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা গ্রামের কার্তিকের স্ত্রী লক্ষী রানী (২৫), দেবীগঞ্জ মধ্যশিকারপুর গ্রামের কালিকান্তের ছেলে অমল চন্দ্র (৩৫), বোদা মাড়েয়া বামনপাড়া গ্রামের নির্মল চন্দ্রের স্ত্রী শোভা রানী (২৭), দেবীগঞ্জের হাতিডোবা শালডাঙ্গা এলাকার বাবুল চন্দ্র রায়ের ছেলে দীপঙ্কর (৩), বোদা মাড়েয়া বামনপাড়া এলাকার সবিজের ছেলে পিয়ন্ত (আড়াই), বোদা ফুটকিবাড়ি এলাকার বাসুদেবের স্ত্রী রুপালী ওরফে খুকি রানী (৩৫), দেবীগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার চন্ডি প্রসাদের স্ত্রী প্রমিলা রানী (৫৫), দেবীগঞ্জ শালডাঙ্গা তেলীপাড়া এলাকার মৃত কলিন্দ্র নাথের স্ত্রী ধনবালা (৬০), বোদা পাচপীর বংশীধর এলাকার রমেশ চন্দ্রের স্ত্রী সুনিতা রানী (৬০), সাকোয়া শিকারপুর এলাকার মন্টু চন্দ্র বর্মনের স্ত্রী ফাল্গুনী (৪৫), জয়নন্দ বড়ুয়া পাচপীর এলাকার মহনীমহনের স্ত্রী প্রমিলা দেবী (৭০), চন্দনবাড়ী এলাকার সত্যেন্দ্র নাথের ছেলে জ্যোতিশ চন্দ্র (৫৫), দেবীগঞ্জ হাতিডোবা শালডাঙ্গা এলাকার রবিনের স্ত্রী তারা রানী (২৫), বংশীর পুজারি এলাকার চূরা মোহনের স্ত্রী সনেকা রানী (৬০), ময়দানদিঘী এলাকার বিলাস চন্দ্রের স্ত্রী সফলতা রানী (৪০), কুমারপাড়া বড়শশী এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে হাশেম আলী (৭০), কমলাপুকুরী মাড়েয়া এলাকার অভিরামের ছেলে বিলাস চন্দ্র (৪৫), বামনহাট মাড়েয়া এলাকার রমেশ চন্দ্রের স্ত্রী শ্যমলী রানী ওরফে শিমুলি (৩৫), আলোকপাড়া মাড়েয়া এলাকার রমেশের মেয়ে উশোশি (৮), হাতিডোবা শালডাঙ্গা এলাকার তনুশ্রী (৫), মদনহার পাচপীর এলাকার রতনের মেয়ে শ্রেয়সী, ছত্রশিকারপুর দেবীগঞ্জ এলাকার নারায়নের মেয়ে প্রিয়ন্ত্রী (৮), হাতিডুবা ছত্রশিকারপুর শালডাঙ্গা দেবীগঞ্জ এলাকার রবিনের ছেলে বিষ্ণু (সাড়ে তিন)।

এদিকে এর আগে দুপুরে মহালয়া পূজা উপলক্ষে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে যাচ্ছিল প্রায় ১০০ এর অধীক সনাতন ধর্মের মানুষ। নৌকাটি নদীর মাঝখানে গেলে মোড় নেওয়ার সময় ডুবে যায়। এসময় উপস্থিত জনগণ প্রশাসনসহ স্থানীয় ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলে মোট ২৪ জনের মৃরদেহ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।