ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে লাল সবুজের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে লাল সবুজের বৈঠক

ঢাকা: বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের ভূমিকার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ইইউ রাষ্ট্রদূতের নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের ভূমিকা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়ন ও বাল্যবিয়ে রোধে লাল সবুজ উন্নয়ন সংঘের কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।

এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘের দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত।

পরে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্মিলিত ‘অক্সিজেন’ ও ‘সাহস’ বই দুটি ইইউ রাষ্ট্রদূতের হাতে তুলে দেন। এ সময় ইউরোপিয়ান ইউনিয়নের বই উপহার হিসেবে লাল সবুজকে দেন চার্লস হোয়াইটলি।  

বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে লাল সবুজের বৈঠকে আলোচনার বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।