ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টের পর ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
বিদ্যুৎস্পৃষ্টের পর ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা ভবন থেকে নিচে পড়ে সোহেল মোল্লা (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহেল মোল্লা টুয়াখালী বাউফল উপজেলার জলতা গ্রামের বাবার নাম আব্দুল কাদের মোল্লার ছেলে। শহীদ ফারুক রোডে একটি মেসে থাকতেন তিনি। ২ মেয়ে সহ তার পরিবারের সবাই গ্রামে থাকেন।  

 নিহতের সহকর্মী মো. রাসেল জানান, তারা শহীদ ফারুক রোডে একটি নির্মাণাধীন ভবনের চারতলার প্লাস্টারের কাজ করছিলেন সোহেল। তখন পাশের বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখান থেকেই ভবনের নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

এই তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।  

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এজেডএস/ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।