ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রেল জগন্নাথপুর গ্রামের রেললাইনের ওপরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সানারুলের মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

নিহত সানারুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আবদুল আলিমের ছেলে।

গ্রামবাসী জানান, ভোরে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন সানারুল। তবে কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ রানা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা,  সেপ্টেম্বর ২৫, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।