ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা: প্রতিবাদে উত্তাল নোয়াখালী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা:  প্রতিবাদে উত্তাল নোয়াখালী

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীর লক্ষীনারায়ণপুর এলাকায় স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতা হত্যার প্রতিবাদে খুনিদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।  

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা শেষ করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুলছাত্রী অদিতা হত্যার প্রধান আসামি রনির ফাঁসি দাবি করেন।  

হরিনারায়ণপুর স্কুলের প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, আমরা প্রত্যেকেই যার যার জায়গায় দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে দাঁড়াতে হবে এবং সমাধান করতে হবে। কিশোর গ্যাংদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি অদিতা হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করছি।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে চৌমুহনী ও মাইজদীতে ১৬০টি স্পটে ২০০টি সিসি ক‍্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক কোচিং শিক্ষক আবদুর রহিম রনি (২৫), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদকে (২০) গ্রেফতার করে। এরমধ্যে প্রধান আসামি রনি আদালত রনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।