ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিক গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক তারিক হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।  

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাঁকড়ামারী বাজার থেকে তাকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে চারঘাট থানায় হস্তান্তর করেছে। এর আগে তার বিরুদ্ধে মামলা হয়।

র‍্যাব জানায়, তারিক রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে সাংবাদিক পরিচয়ে লেখালেখি করতেন। তবে তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে জড়িত নেই বলে জানা গেছে।

রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, চারঘাট উপজেলার মেরামাতপুর গ্রামের গুঁড় ব্যবসায়ী ইব্রাহিম আলী (৫০) বাদী হয়ে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত এক সাংবাদিকের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে র‍্যাব-৫। তাকে থানায় কাছে হস্তান্তর করেছে র‍্যাব।  

বাংলাদেশ সময় : ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২ 
এসএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।