ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে গুদাম থেকে ১৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
চাঁদপুরে গুদাম থেকে ১৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় গুদাম থেকে ১৬শ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে আনুমানিক ১৬শ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। সে সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীকালে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যার উপস্থিতিতে জব্দ চোরাই ডিজেল মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় বলে জানান কমান্ডার খন্দকার মুনিফ তকি।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।